দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনে লড়াই করছেন দশটি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৩৬ জন প্রার্থী। এর মধ্যে ২৯ জনই প্রথমবারের মতো ভোটযুদ্ধে নেমেছেন। নির্বাচনে ৬টি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় অনেকটা নির্ভার আওয়ামী লীগ। তবে নির্বাচন অংশগ্রহণমূলক ও ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হতে মাঠে আছেন তরুণ ও নতুন প্রার্থী। তারা চান অংশগ্রহণমূলক নির্বাচন।
সংশ্লিষ্টরা জানান, প্রতীক পেয়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এবার খুলনার ৬টি আসনে ৩৬ প্রার্থীর মধ্যে ২৯ জনই প্রথম ভোটযুদ্ধে নেমেছেন। ফলে বেশির ভাগ প্রার্থীকেই চেনেন না নির্বাচনী এলাকার ভোটাররা। আর গেল সংসদ নির্বাচনে অংশ নেয়া অন্য পাঁচ প্রার্থীর মধ্যে দুজনই জামানত হারিয়েছিলেন। তবে নির্বাচনে জয়ী হয়ে যেই আসুক উন্নয়ন চান সাধারণ মানুষ।
খুলনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার রায় জানান, ভোটারদের কাছে আমার যে সাড়াটা, সেটা উল্লেখ করার মতো। নতুন মুখ হিসেবে আমাকে তারা সবাই চেনেন।
খুলনা-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। আমি দেখেছি নতুনদের জনগণ খুব স্বাভাবিকভাবে মেনে নিয়েছে।
খুলনা-২ আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী বাবু কুমার রায় বলেন, আমাকে দেখে তরুণ ভোটাররা উজ্জীবিত হবেন। তারুণ্যের শক্তি টাকার কাছে হেরে যাবেন না।
খুলনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী বলেন, যাচাই করতে চাই আমিও যে আওয়ামী লীগ করি। স্বতন্ত্র হয়েছি, আমার জনপ্রিয়তা যাচাইয়ের জন্য; এলাকার মানুষ আমাকে কতোটা ভালোবাসেন সেটা দেখার জন্য।
নিশ্চিত ফলাফলে প্রতিদ্বন্দ্বিতা কম থাকে। এতে আগ্রহ হারান ভোটাররা বলে জানান নির্বাচন বিশ্লেষক কুদরত-ই-খুদা।
তিনি বলেন, কে জিতবে এটা যখন ভোটাররা বলতে পারবেন না; ভোটারদের আশঙ্কা থাকবে, তখনি এলাকায় ভোট জমে উঠবে। চায়ের আড্ডায় সবাই বসে আলোচনা করবেন, কি হচ্ছে বলা যাচ্ছে না? তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। সেই রাজনীতিটাই হচ্ছে প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতি।
এ দিকে খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড যেটা প্রার্থীরা চেয়েছিলেন এখন পর্যন্ত সেটাই বিরাজ করছে। ছোটখাটো কোনো ভুল হলে আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলছি; সেগুলো ভবিষ্যতে যেন তারা না করেন সে বিষয়েও তারা অঙ্গিকার করছেন।
খুলনার ৬টি আসনে এবার মোট ভোটার ১৯ লাখ ৯৯ হাজার ৮৮১ জন।

একটি মন্তব্য পোস্ট করুন