জানুয়ারির ১ তারিখে পালিত হবে বই উৎসব। তবে ফেনীতে প্রাথমিকে শতভাগ বই আসলেও মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য এসেছে মাত্র ৩৭ শতাংশ। সম্পূর্ণ বই আসতে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।
জেলা শিক্ষা অফিসের দেয়া তথ্যমতে, ফেনীতে মাধ্যমিকে (৬ষ্ঠ-১০ম) মোট শিক্ষার্থী এক লাখ ৬৪ হাজার ১৮৫ জন এবং মাদ্রাসায় মোট শিক্ষার্থী এক লাখ ৫৪ হাজার ৩৫ জন। ২০২৪ শিক্ষাবর্ষে বইয়ের মোট চাহিদা ২৬ লাখ ৯১ হাজার ৩৯২টি। কিন্তু ফেনীতে এখন পর্যন্ত বই এসেছে ১০ লাখ ৬ হাজার ২২০টি। মোটপ্রাপ্তির হার ৩৭ দশমিক ৩৮ শতাংশ।
এ দিকে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত অষ্টম ও নবম শ্রেণির নতুন কারিকুলামের কোনো বই ফেনীতে পৌঁছায়নি। মোট শিক্ষার্থীদের মধ্যে শুধুমাত্র অষ্টম ও নবম শ্রেণিতে চাহিদা রয়েছে ১০ লাখ ২৮ হাজার ১৭৮টি বই। এ ছাড়া অন্যান্য শ্রেণির বইপ্রাপ্তির হার ৬০ দশমিক ৫০ শতাংশ।
একই সূত্র জানিয়েছে, অষ্টম ও নবম শ্রেণির শতভাগ বই আসতে আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় লাগবে। এ ছাড়া ৬ষ্ঠ-সপ্তম শ্রেণির শতভাগ বই ডিসেম্বরের মধ্যে পৌঁছাবে।
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা শফি উল্ল্যাহ জানান, বই উৎসব যথাসময়ে অনুষ্ঠিত হবে। ফেনীতে সম্পূর্ণ বই না আসলেও প্রতিদিন ধাপে ধাপে বই আসছে। যানবাহনের কিছু সমস্যা কারণে বই আসতে দেরি হচ্ছে; তবে যথাসময়ে সব বই চলে আসবে।
অষ্টম ও নবম শ্রেণির নতুন কারিকুলামের বই না আসা প্রসঙ্গে তিনি বলেন, একদমই বই আসেনি তা ঠিক না। কিছু বই আসছে; তবে আরও দুদিন পর বিস্তারিত বলা যাবে, সব বই কখন নাগাদ আসবে। কেন্দ্রীয়ভাবে আমাদের জানিয়েছে সময়ের আগে সব বই পেয়ে যাব। এর বাইরে এখন পর্যন্ত কিছু জানায়নি।
তিনি বলেন, যখনি বই আসছে সঙ্গে সঙ্গে স্কুল ভিত্তিক পাঠিয়ে দেয়া হচ্ছে। গ্রাম-শহর আলাদা করে দেয়া হচ্ছে না, যে স্কুলের জন্য বই আসছে সেগুলো পাঠিয়ে দেয়া হচ্ছে। শিক্ষার্থীরা নতুন বই নিয়ে আনন্দ উৎসব করে বাড়িতে যেতে পারবে। উৎসবমুখর পরিবেশে প্রতিবারের ন্যায় এবারও বই উৎসব হবে।
প্রতিবারের ন্যায় এবারও বছরের প্রথমদিন সব বই না পাওয়ার শঙ্কায় শিক্ষার্থী ও অভিভাবকরা।

একটি মন্তব্য পোস্ট করুন