বিশ্বের অন্য জনপ্রিয় খেলার চেয়ে ক্রিকেটে সময় বেশি লাগায় এমনিতেই ভক্তদের বিরক্তির শেষ নেই। তারপর আবার যদি অদ্ভুত কারণে খেলা শুরু হতে দেরি হয় তাহলে তো আর কথাই নেই। ক্রিকেটের লম্বা ইতিহাসে এ রকম অনেক বিচিত্র কারণ দেখো গেলেও আম্পায়ার লিফটে আটকে পড়ায় খেলা শুরু হতে দেরি হওয়া সম্ভবত এই প্রথম।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড এই ম্যাচের লাইভ ধারা বিবরণীতে জানিয়েছে, আম্পায়ারদের মাধ্যমে খেলোয়াড়দের জানানো হয় যে, খেলা শুরু হতে দেরি হবে। ইলিংওয়ার্থ কিছুক্ষণ পর অবশ্য লিফট থেকে বের হতে পেরেছেন। তৃতীয় আম্পায়ারের দায়িত্বেও ফিরে আসেন।
সংবাদমাধ্যম ক্রিকেট ডট কম এইউয়ের ‘এক্স’ হ্যান্ডলে প্রকাশ করা ভিডিওতে ইলিংওয়ার্থকে নিজের চেয়ারে বসতে দেখা যায়।
ইলিংওয়ার্থ যে লিফটে আটকা পড়েছিলেন সেটি নিয়ে ফক্স ক্রিকেটকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেছেন, ‘এটা ধীরগতির লিফট। আমরা ব্যবহার করি। যেটার কথা বলা হচ্ছে সেটার ব্যাপারে আমি জানি।’
মেলবোর্ন টেস্টে তৃতীয় দিনের খেলায় হুটহাট বিরতি নিয়ে সামাজিক মাধ্যমে বিরক্তি প্রকাশ করেছেন অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন