সোনার পাহাড় পেল সৌদি!


সৌদি আরবে নতুন সোনার খনির সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সৌদি আরবের খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান মাইনিং কোম্পানি (মাদেন) এ ঘোষণা দিয়েছে।


শুক্রবার (২৯ ডিসেম্বর)  বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে 

এক বিবৃতিতে মাদেন জানিয়েছে, বর্তমানে কাজ চলা সোনার খনি মানসুরা মাসারাহের খুব কাছেই সামান্য দক্ষিণে বেশ কয়েকটি স্থানে সোনার মজুত পেয়েছে। তারা বেশ কয়েকটি স্থানে সোনা মজুতের সন্ধান পেয়েছে

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২২ সালে তারা মানসুরা মাসারেহের কাছে ১০০ কিলোমিটার চওড়া এক পাহাড়ি উপত্যকায় সোনার সন্ধানে জরিপকাজ শুরু করে। অবশেষে সেখানেই সোনার খনির সন্ধান মেলে।

Post a Comment

নবীনতর পূর্বতন