মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শুক্রবার (২৯ ডিসেম্বর) ইরানি বিচার বিভাগ সংশ্লিষ্ট বার্তা সংস্থা মিজানের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

মিজান জানিয়েছে, আইনি প্রক্রিয়া মেনে আজ সকালে চার নাশকতাকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই চারজন ইসরায়েলি সরকারের সঙ্গে জড়িত ছিলেন। তারা মোসাদ কর্মকর্তাদের নির্দেশে দেশের নিরাপত্তার বিরুদ্ধে ব্যাপক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন। 

এর আগেও ইসরায়েলসহ বিভিন্ন বিদেশি দেশের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মানুষকে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড কার্যকর করার জানিয়েছে ইরান।

গত ১৬ ডিসেম্বর সকালে মোসাদের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করে তেহরান। ওই ব্যক্তি ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান ও বেলুচিস্তানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি করে আসছিলেন। তবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

বার্তা সংস্থা মিজান জানায়, ওই ব্যক্তি জেনেশুনে দেশের গোয়েন্দা তথ্য সংগ্রহ করে মোসাদের কাছে সরবরাহ করতেন। এ ছাড়া দেশের শৃঙ্খলা বিঘ্নিত করার লক্ষ্যে দেশবিরোধী দল ও সংগঠনের পক্ষে প্রচারণার কাজ করেছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন