নৌকার প্রার্থীকে ‘রাজাকার ফ্যামিলির’ সদস্য বললেন স্বতন্ত্র প্রার্থী


লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনের নৌকা প্রতীকের প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন বংশগতভাবে ‘রাজাকার ফ্যামিলির’ সদস্য বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম।



নির্বাচনী প্রচারণাকাজে বাধাপ্রাপ্ত হয়ে শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে রায়পুরের মীরগঞ্জ এলাকায় ঈগল প্রতীকের প্রচারণা নৌকার লোকজন ভণ্ডুল করে দেয় বলে অভিযোগ করেন তিনি। পরে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়।


এদিকে নির্বাচন আচরণ বিধির ১১ এর (ক) ধারায় বলা আছে- ‘নির্বাচনী প্রচারণায় ব্যক্তিগত চরিত্র হনন করে বক্তব্য বা কোনো ধরনের তিক্ত বা উসকানিমূলক, মানহানিকর বক্তব্য দেয়া যাবে না।’ কিন্তু সেলিনার এমন বক্তব্যে আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে মনে করছেন ভোটাররা।


মীরগঞ্জ বাজারে প্রচারণা কাজ সাময়িক ব্যাহত হওয়ায় সেলিনা ইসলাম নৌকা প্রতীকের নয়নকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি মনে করি উনি আসলে ভালো চান না। কোনো কিছুর মঙ্গল চান না। নুরউদ্দিন চৌধুরী নয়ন ভাই সরকারবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। উনি মানুষকে ভোটমুখী করছেন না।’

Post a Comment

নবীনতর পূর্বতন