ইসরাইলি বন্দরে ড্রোন হামলার দবি হুতিদের

 

ইসরাইলেরদক্ষিণাঞ্চলীয় লোহিত সাগরের তীরবর্তী শহর ইলাতে ড্রোন হামলা করার দাবি করেছে ইয়েমেনের বিদ্রাহী গোষ্ঠি হুতি।

   
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) হুতির সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এ তথ্য জানিয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ইসরাইলের বন্দরনগরী ইলাতকে লক্ষ্য করে ড্রোন হামলা করার দাবি করেছে হুতি। একইসঙ্গে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজেও হামলা করা হয়েছে বলে দাবি করেছে এই বিদ্রোহী গোষ্ঠী।

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। এর পর থেকেই লোহিত সাগরের গুরুত্বপূর্ণ শিপিং রুটে হুতি বিদ্রোহীরা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই হামলা আরও তীব্র হয়েছে এবং এর মধ্যেই মঙ্গলবার ইসরাইলের বিমানবন্দরে এই হামলার ঘটনা ঘটল।

 গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে ইসরাইলকে চাপ দেওয়ার জন্য হামলা জোরদার করেছে বলে জানিয়েছে হুতিরা।

মঙ্গলবার হুতির সামরিকবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানিয়েছেন, তাদের বাহিনী ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় লোহিত সাগরের তীরবর্তী শহর ইলাত এবং ‘অধিকৃত ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলে’ ড্রোন হামলা চালিয়েছে।

 তিনি আরও জানান, সতর্কতামূলক তিনটি কল প্রত্যাখ্যান করার পরে তারা লোহিত সাগরে এমএসসি ইউনাইটেড জাহাজেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

হামলার শিকার এমএসসি ইউনাইটেড ৮ সৌদি আরবের কিং আবদুল্লাহ বন্দর থেকে পাকিস্তানের করাচিতে যাচ্ছিল বলে নিশ্চিত করেছে এমএসসি মেডিটেরানিয়ান। তবে হামলা হলেও জাহাজটির ক্রুদের কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

শিপিং কোম্পানিটি বলেছে, তারা এই হামলার বিষয়টি খতিয়ে দেখেছে এবং লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন নেতৃত্বাধীন নৌ জোটকে ঘটনাটি জানিয়েছে। 

Post a Comment

নবীনতর পূর্বতন