বৃষ্টিবিঘ্নিত মেলবোর্ন টেস্টের প্রথম দিনে খেলা হয়েছিলো মাত্র ৬৬ ওভার। তবে দ্বিতীয় দিনে ৮৫ ওভারের বেশি খেলা হয়েছে। দ্বিতীয় দিনটা ছিল মূলত বোলারদের। প্রথম দিনে অস্ট্রেলিয়া ১৮৭ রানে মাত্র ৩ উইকেট হারালেও, দ্বিতীয় দিনে ৩১৮ রানে অলআউট হয়ে গেছে। অজিদের প্রথম ইনিংসের জবাবটা দিতে গিয়ে ভালোই শুরু করেছিল পাকিস্তান। তবে ১৯৪ রানে ৬ উইকেট হারিয়ে চাপে থেকে দিন শেষ করে শান মাসুদের দল।
দ্বিতীয় দিনের শুরুতেই স্মিথকে তুলে নিয়ে উইকেটের খাতা খোলেন আমির জামাল। এরপর বড় কোন জুটি না হওয়ায়, শেষ পর্যন্ত ৩১৮ রানেই থামে অস্ট্রেলিয়াদের ইনিংস। অজিদের হয়ে সর্বোচ্চ ৬৩ রান এসেছে লাবুশেনের ব্যাট থেকে। এছাড়াও খাজা ৪২ ও মার্শ ৪১ রান করেন।
পাকিস্তানের হয়ে পাঁচ বোলারই উইকেটের দেখা পেয়েছেন। তবে তাদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আমির জামাল। ১৯ ওভারে ৬৪ রানে ৩ উইকেট নিয়েছেন এই পেসার। আর দুইটি করে উইকেট পেয়েছেন শাহিন আফ্রিদি, মির হামজা এবং হাসান আলি। আর একটি উইকেট পেয়েছেন আগা সালমান।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের জবাব দিতে গিয়ে শুরুটা ভালোই করেছিল দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম উল হক। তবে ধীর গতিতে ব্যাট করতে থাকা ইমামকে বেশি রান করতে দেননি অজি স্পিনার নাথান লায়ন। ১০ রানে তাকে ফিরিয়েও অবশ্য শুরুতে পাকিস্তানকে চাপে ফেলতে পারেনি অস্ট্রেলিয়া। অধিনায়ক শান মাসুদকে নিয়ে দারুণ এক জুটি করেন আব্দুল্লাহ শফিক। দুই জনই অর্ধশতক তুলে নেন।
তবে তাদের ৯০ রানের জুটি ভাঙ্গার পর আর কোন ব্যাটার তেমন প্রতিরোধ করতে পারেনি। ইনিংসের ৩৫তম ওভারে নিজ বলে নিজেই দারুণ এক ক্যাচ ধরে শফিককে ফেরান কামিন্স। ১০৯ বলে ৬২ করে ফেরেন পাকিস্তানের এই ওপেনার। এর কিছুক্ষণ পর কামিন্সের বলে বোল্ড হয়ে মাত্র এক রান করে ফিরে যান বাবর আজম।

একটি মন্তব্য পোস্ট করুন