গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত ২৪১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধের আড়াই মাস পেরিয়ে গেলেও উপত্যকাটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। সবশেষ ২৪ ঘণ্টায় ইসরাইলি সেনাবাহিনীর বোমা হামলায় গাজায় ২৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন; আর আহত হয়েছেন ৩৮২ জন।

    মঙ্গলবার গাজার ১০০টিরও বেশি স্থাপনায় হামলা              চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। ছবি: সংগৃহীত 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে ইসরাইলি সেনাপ্রধান বলেন, গাজায় হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধ আরও অনেক মাস চলবে। চলমান যুদ্ধ বন্ধে এই মুহূর্তে জাদুকরী কোনো সমাধান নেই।
 
ইসরাইল জানিয়েছে, মঙ্গলবার উত্তর গাজার জাবালিয়া থেকে দক্ষিণের রাফাহ পর্যন্ত অন্তত ১০০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
 
এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে নেতানিয়াহু যুদ্ধবিধ্বস্ত গাজা সফর করে জানান, ইসরাইলের সামরিক অভিযান শেষ হওয়ার দ্বারপ্রান্তে এখনও পৌঁছায়নি।





Post a Comment

নবীনতর পূর্বতন