২০২৪ সালজুড়ে গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইসরাইল। সোমবার (১ জানুয়ারি) নতুন বছর উপলক্ষে দেয়া বার্তায় এ তথ্য জানিয়েছেন ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। খবর বিবিসি’র।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ‘দীর্ঘদিনের লড়াইয়ের প্রস্তুতির জন্য সেনা মোতায়েন করা হচ্ছে।’
২০২৪ সালে গাজায় সংঘাত চালিয়ে যাওয়ার পরিকল্পনা থেকে তিনি আরও বলেন, ‘কিছু সেনা, বিশেষ করে যারা সংরক্ষিত রয়েছেন তাদের প্রশিক্ষণ দিয়ে মোতায়েন করা হবে।’
হাগারি বলেন,
অতিরিক্ত মিশন থাকবে এবং বছরের বাকি সময় সংঘাত কেমন চলবে তার জন্য আইডিএফকে অবশ্যই আগে থেকে পরিকল্পনা করতে হবে। এই সপ্তাহে বেশ কয়েকজন সেনা গাজা ছাড়বে যেন তারা আরও বেশি শক্তিশালী হয়ে নতুন অভিযানে নামতে পারেন।
এর আগে শনিবার (৩০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘যুদ্ধ এখন চরমাবস্থায় রয়েছে। আমরা সব দিক থেকেই লড়াই করছি। তবে এই যুদ্ধে বিজয় অর্জন করতে আরও বেশি সময় লাগবে। সেনাবাহিনী প্রধান যেমনটা বলেছেন, যুদ্ধ আরও অনেক মাস চলতে পারে।’
গত ৭ অক্টোবর থেকে হামাসের হামলার পাল্টা জবাবে গাজায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরাইল। এতে এখন পর্যন্ত প্রায় ২২ হাজার মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আর আহত হয়েছেন ৫৫ হাজারের বেশি ফিলিস্তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন