দেশের পোশাক শিল্প নিয়ে গার্ডিয়ানের মনগড়া গল্প, উদ্দেশ্য কী?

বেতন ও মজুরি বাড়ানোর দাবিতে কয়েক মাস আগেই দেশের সড়কগুলো উত্তপ্ত হয়ে ওঠে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলনে। জ্বালাও-পোড়াও এবং সংঘর্ষে এ খাতে বড় ধরনের ক্ষতি হয়। এসব কাটিয়ে যখন শিল্পটি আবারও তার গতিতে ফিরছে তখন শুরু হয়েছে নতুন ষড়যন্ত্র।


সম্প্রতি মার্কিন আট কংগ্রেসম্যান পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার রক্ষায় বাংলাদেশ সরকারকে চাপ দিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক ক্রেতাদের সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যারকে (এএএফএ) চিঠি দেন।

এরই মধ্যে, বাংলাদেশের পোশাক শ্রমিকদের যাপিত জীবন নিয়ে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে একটি প্রতিবেন প্রকাশ হয়েছে। ওই প্রতিবেদনে ফ্রিল্যান্সার লেখক তাসলিমা দাবি করেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে না পেরে নারী পোশাক শ্রমিকরা সন্তান ও নিজের জীবন বাঁচাতে যৌনকর্মে জড়িয়ে পড়ছেন।


‘ওমেন ম্যাকিং খ্রিস্টমাস জাম্পারস ফর ইউকে টার্নস টু সেক্স ওয়ার্ক টু পে বিল’ শিরোনামের লেখায় রুবি রফিক (ছদ্মনাম) নামের এক পোশাক শ্রমিকের তথ্য তুলে ধরা হয়। এতে দাবি করা হয়, মূল্যস্ফীতির কারণে যেভাবে জীবনযাপনের ব্যয় বাড়ছে তাতে রাতের বেলা যৌনকর্মী হিসেবে কাজ করার কোনো বিকল্প নেই রুবির কাছে।

 

গার্ডিয়ানের বরাত দিয়ে দেশের দৈনিক মানবজমিনও সংবাদটি প্রকাশ করে। ‘যৌনকর্মে নামতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা’ এমন শিরোনামের সংবাদে পোশাক শিল্পের নারী শ্রমিকদের যে দৃশ্য তুলে ধরা হয়েছে তা নিয়েও সমালোচনা করেছেন সংশ্লিষ্টরা।

 

তবে এমন গল্প দেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন পোশাক শিল্প মালিকদের সংগঠনগুলো।

 

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সহসভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, পোশাক শ্রমিকরা স্বল্প মজুরির কারণে যৌন পেশায় যেতে বাধ্য হচ্ছেন, এটা একটা ডাহা মিথ্যা কথা। বরং দেশে নারীর ক্ষমতায়নে পোশাক শিল্পের অবদান রয়েছে। পোশাক খাতের ওপর ভর দিয়েই দেশের অসংখ্য নারী অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়েছেন।

 

আর নিট পোশাকশিল্প মালিকদের সংগঠনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম দাবি করেন, প্রতিবেদনে যে পোশাক শ্রমিকের কথা বলা হচ্ছে, তিনি কোনোভাবেই পোশাক শিল্পের সঙ্গে জড়িত বলে আমরা মনে করি না। আমরা মনে করি, যারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পোশাক শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে চায়, তাদেরই তৈরি করা সাজানো প্রোপাগান্ডা ও ষড়যন্ত্রের অংশ এই প্রতিবেদন।

Post a Comment

নবীনতর পূর্বতন