সীমান্ত হামলা নিয়ে হিজবুল্লাহ ও লেবাননকে সতর্ক করল ইসরাইল

সীমান্ত হামলা বন্ধ না হলে হিজবুল্লাহকে হটাতে যা করা প্রয়োজন তাই করবে ইসরাইল- এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের মন্ত্রী বেনি গাটজ।


সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে বেনি গাটজ বলেন, ইসরাইলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহ হামলা বন্ধ না করলে লেবানন সীমান্ত থেকে জঙ্গি দলটিকে সরাতে হস্তক্ষেপ করবে তার সেনাবাহিনী।


গাটজ বলেন, ‘ইসরাইলের উত্তরাঞ্চলে এই পরিস্থিতি বদলাতে হবে। এই সমস্যার কূটনৈতিক সমাধানের সময় শেষ হয়ে আসছে। ইসরাইলের উত্তরাঞ্চলের মানুষদের ওপর চলমান হামলা বন্ধে বিশ্বনেতারা ও লেবাননের সরকার যদি কোন পদক্ষেপ না নেয় এবং সীমান্ত থেকে হিজবুল্লাহকে না সরায় তাহলে ইসরাইল এটি করতে বাধ্য হবে।’

এদিকে, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেন, ইসরাইলের উত্তরে তার সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। তাদের প্রধান কাজ উত্তরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা। তবে তা করতে কিছুটা সময় লাগবে বলেও জানান হালেভি।
 
কিন্তু যুক্তরাজ্যে নিয়োজিত লেবাননের রাষ্ট্রদূত রামি মোর্তাদা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজআওয়ার অনুষ্ঠানে জানান, তার দেশ সীমান্তে হামলা বন্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে। বলেন, ‘আমরা সীমান্তে হামলা জোরদার করার পক্ষে নই। তবে সবপক্ষকে হামলা বন্ধে এগিয়ে আসতে হবে’।   
 
গত ৭ অক্টোবার থেকে ইসরাইলে হামাসের হামলার পর থেকেই সীমান্তে গোলাগুলির ঘটনা বেড়েছে। গত ৮ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত হিজবুল্লাহ সবচেয়ে বেশি হামলা চালিয়েছে গত বুধবার। সীমান্তে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার জবাবে  বিমান হামলা চালায় ইসরাইল। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ইসরাইলের বিমান হামলায় একজন হিজবুল্লাহ যোদ্ধা ও তার দু’জন স্বজন নিহত হয়েছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন