রেডিসনের সামনে পিকআপে ধাক্কা লেগে মোটরসাইকেল চুরমার

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলটি ভেঙে চুরমার হয়ে গেলেও বেঁচে যান চালক।

ক্যান্টনমেন্ট এলাকায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষ হয়। ছবি: ভিডিও থেকে নেয়া

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রেডিসন ব্লুর সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি ক্যান্টনমেন্ট থানা পুলিশ নিশ্চিত করেছে।



জানা গেছে, প্রধান সড়ক দিয়ে দ্রুতগতিতে যাচ্ছিল মোটরসাইকেলটি। পাশের গলি থেকে একটি পিকআপ এসে মোড় ক্রস করার সময় পিকআপটির পেছনের অংশে ধাক্কা লেগে উল্টে যায় মোটরসাইকেলটি। এতে মোটরসাইকেলটি ভেঙে চুরমার হয়ে যায়। তবে ভাগ্যক্রমে বেঁচে যান চালক।
আরও পড়ুন: টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
পরে স্থানীয়রা এসে আহত ওই চালককে উদ্ধার করেন। প্রাথমিকভাবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। তবে ততক্ষণে মোটরসাইকেল এবং দুর্ঘটনাকবলিত পিকআক নিয়ে ঘটনাস্থল থেকে চলে যান চালকেরা। এ দুর্ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

Post a Comment

নবীনতর পূর্বতন